সাব্রুমে বিন্দাস আয়োজিত পূর্ণেন্দু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট : প্রাইজমানি ৩ লক্ষাধিক টাকা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমে তিন লক্ষাধিক টাকা প্রাইজ মানির একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। সম্প্রতি সেখানকার অত্যন্ত পরিচিত মুখ পূর্ণেন্দু বিকাশ দত্ত আকস্মিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন কিছুদিন আগে । বন্ধুর স্মৃতিতে সাব্রুমের “বিন্দাস বয়েজ” সংস্থা একটি নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। উক্ত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিমের জন্য প্রাইজমানি রাখা হয়েছে দেড় লক্ষ  টাকা এবং রানার্স  আপ টিমের জন্য রাখা হয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি। খেলা হবে সাব্রুম দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে। ‌উক্ত ফুটবল টুর্নামেন্টে যে সকল টিম নাম দিতে ইচ্ছুক আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে ফোনে যোগাযোগ করে নাম নথিভূক্ত করার জন্য অনুরোধ করা হয়েছে। ফোন করতে হবে এই নম্বরগুলোতে।শান্তনু ঢালী – ৭৬২৮০৭৭২২১ অথবা চিন্ময় বসাক – ৮২৫৬৯৭১৩৪৭। আয়োজক বিন্দাস বয়েজ এর পক্ষ থেকে এই নক আউট ফুটবল টুর্নামেন্ট সুন্দরভাবে  সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।

পয়েন্ট তালিকা : এ ডিভিশন লীগ ফুটবল

দল         ম্যাচ জয় পরা:  ড্র গোল পয়েন্ট

ব্লাডমাউথ  ২    ২    ০    ০   ৩-০   ০৬

ত্রিবেণী সংঘ ২    ১    ০    ১   ৬-২   ০৪

টাউন ক্লাব ২    ১    ০    ১   ২-০   ০৪

নাইন বুলেটস ২    ১    ১    ০   ৪-২   ০৩

এগিয়ে চল  ১    ১    ০    ০   ২-১   ০৩

লালবাহাদুর  ১    ০    ০    ১   ১-১   ০১

ফরোয়ার্ড  ২    ০    ১    ১   ০-২   ০১

রামকৃষ্ণ ক্লাব ২    ০    ১    ১   ০-৩   ০১

জুয়েলস অ্যা: ২    ০    ১    ১   ০-১   ০১

ফ্রেন্ডস ইউ: ২    ০    ২    ০   ১-৭   ০০