বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মেলাঘর, আহত পুর পরিষদের চেয়ারম্যানের স্বামী, প্রতিবাদে থানা ঘেরাও বিজেপি কর্মী ও নেতারা

আগরতলা, ৩ সেপ্টেম্বর : নিগো বাণিজ্যকে কেন্দ্র করে মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যানের স্বামীকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করলো শাসক দলের অপর এক গোষ্ঠী বলে অভিযোগ। ওই ঘটনায় সোমবার গভীর রাতে মেলাঘর পূর্ব চন্ডিগর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে আহত ব্যক্তি জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে মেলাঘর থানায় মামলা দায়ের করেছেন চেয়ারম্যান। এরই প্রতিবাদে মেলাঘর থানা ঘেরাও করে বিজেপি নেতা-কর্মীরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে কালীপূজা থেকে ফিরছিলেন মেলাঘর পুর পরিষদদের চেয়ারপার্সনের স্বামী অতনু পাল রায়। আচমকাই তার উপর হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। তাতে গুরুতর আহত হয়েছেন তিনি।

এবিষয়ে পুর পরিষদের চেয়ারপার্সনের অভিযোগ, বিজেপি সিপাহীজলা জেলা (দক্ষিণ) সভাপতি দেবব্রত ভট্টাচার্য্যের নেতৃত্বে তারা হামলা চালিয়েছে। পাশাপাশি, স্ব-দলীয় আক্রমণকারীদের হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন তিনি বলেও অভিযোগ। পরবর্তী সময়ে মেলাঘর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না। এবিষয়ে তিনি মুখ্যমন্ত্রী সহ , রাজীব ভট্টাচার্য্য ও বিধায়ক কিশোর বর্মনের দারস্থ হবেন বলে জানিয়েছেন।

আজ এরই প্রতিবাদে বিজেপির একাংশ নেতা কর্মীরা রাস্তা অবরোধ করে মেলাঘর থানা ঘেরাও করেন।