দড়ি ধরে মারো টান, রানী হবে খানখান: আর জি কর কাণ্ড নিয়ে দিলীপ ঘোষের কটাক্ষ

বহরমপুর, ৩ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর কাণ্ডে সোমবার সিবিআই–এর তরফে গ্রেফতারির পর মঙ্গলবার সকালে বহরমপুরে প্রাতভ্রমণে বেরিয়ে রাজ্য সরকার এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “দড়ি ধরে মারো টান- রানী হবে খানখান,” যা স্পষ্টতই সরকারের বিরুদ্ধে তীক্ষ্ণ কটাক্ষ।  
আর জি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে পুনরায় স্বাগত জানিয়ে তিনি বলেন, “এই আন্দোলন শুধু চিকিৎসকদের নয়, এই ঘটনার প্রতিবাদে বাংলার আপামর জনসাধারণ ঐক্যবদ্ধ হয়েছে।” দিলীপ ঘোষের মন্তব্য রাজনৈতিক মহলে উত্তাপ বাড়ছে।