BRAKING NEWS

অসমে ‘মিয়াঁ মুসলমানদের’ উৎপাদিত ইউরিয়াযুক্ত মাছ না খাওয়ার বার্তা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

গুয়াহাটি, ১ সেপ্টেম্বর (হি.স.) : অসমে ‘মিয়াঁ মুসলমানদের’ উৎপাদিত ইউরিয়াযুক্ত মাছ না খেতে বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তাঁর ব্যাখ্যা, ইউরিয়া সার দিয়ে উৎপাদিত মাছ মানবস্বাস্থ্যের জন্য অতিশয় বিপজ্জনক। আর মিয়াঁ মুসলমানরা মাছ উৎপাদনে ইউরিয়া সার ব্যবহার করেন। ইউরিয়া সার দিয়ে জন্মানো মাছ খেয়ে সৃষ্ট রোগ থেকে রক্ষা পেতে দেশীয় এবং জৈব পদ্ধতিতে উৎপাদিত স্বাস্থ্যকর মাছের প্রতি জনসাধারণকে আকৃষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আজ রবিবার সোশাল মিডিয়ায় এক ভিডিও বাৰ্তা পোস্ট করেছেন মুখ্যমন্ত্ৰী। মুখ্যমন্ত্রী বলেন, ‘অসমে বহু ডায়ালাইসিস মেশিন সংস্থাপন করা হয়েছে। অসংখ্য মানুষ ডায়ালাইসিস করতে লাইন ধরেন।’ তিনি বলেন, ‘ইউরিয়া সার ব্যবহার করে মিয়াঁ মুসলমানরা মাছ উৎপাদন করেন। আর এ সব মাছ খেয়ে মানুষ লিভারের রোগে আক্রান্ত হচ্ছেন। তাই এ সব মাছ আমাদের এড়িয়ে চলা উচিত।’

মুখ্যমন্ত্ৰী বলেন, ‘নগাঁওয়ের মিয়াঁ মুসলমানরা উজান অসমে মাছ পাঠানো বন্ধ করেছেন। এ ধরনের কাৰ্য অসমের জনসাধারণের ওপর কোনও প্ৰভাব ফেলবে না। উজান অসমে (আপার আসাম) অসমিয়াদের মাছ উৎপাদন করতে হবে।’ মুখ্যমন্ত্রী বলেন, মাছের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব উপেক্ষা করে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ করা উচিত।

ড. শৰ্মা বলেন, ‘মাছের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে বিধানসভায় অনেক আলোচনা হয়েছে। এ নিয়ে আর কিছু বলতে চাই না। যা-ই হোক, আমাদের বলতে হবে, যতদিন আমরা বেঁচে আছি এবং আমাদের সমাজ বেঁচে থাকবে ততদিন আমরা আমাদের সমাজ-ব্যবস্থার ওপর কোনও আঘাত বরদাস্ত করব না। আমাদের ওপর এভাবে হামলা করা ঠিক নয়।’

মুখ্যমন্ত্রী সাংস্কৃতিক উত্তেজনা নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, মিয়াঁ মুসলিমরা রাজ্য ‘মিয়াঁ বিহু’ উৎসব নামে এক নতুন সংস্করণ নিয়ে এসেছেন। মিয়াঁ বিহুর নতুন সংস্করণের নিন্দা করে বলেছেন, ‘এটা অসমিয়া সংস্কৃতির অপমান। মিয়াঁ বিহুর নতুন পরিবেশনা এবং এর প্রধান গায়ক আলতাফ হুসেনকে আজ গ্রেফতার করা হয়েছে। আলতাফ অসমিয়া ঐতিহ্যকে অপমান করেছে। তা অবশ্যই বন্ধ করতে হবে। এ সমস্ত কিছুর মধ্যে মিয়াঁ বিহুর একটি নতুন সংস্করণ আমাদের অসমিয়া সমাজকে অপমানিত করেছে। আমরা একটি গর্বিত জাতি, আমাদের সংস্কৃতির ওপর এ ধরনের হামলা মেনে নিতে পারি না।’ যোগ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা৷

এখানে উল্লেখ করা যেতে পারে, অসমে পূর্ববঙ্গীয় তথা বাংলাদেশি মুসলমান তথা অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানদের মিয়াঁ বলে সংবোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *