রিও ডি জেনেইরো, ৮ সেপ্টেম্বর (হি.স.) : আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল পঞ্চদশ সামার প্যারালিম্পিক গেমস | স্থান সেই রিও
ডি জেনেইরো| ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে মারাকানা স্টেডিয়াম ফের সাক্ষী থাকল এক ঝাঁ-চকচকে উদ্বোধনী অনুষ্ঠানের | অ্যারন হুইলজ়ের উড়ন্ত হুইলচেয়ার পারফরম্যান্সে শুরু হল অনুষ্ঠান| ১৬০টি দেশের মোট ৪,৪০০ অ্যাথলিট হাজির| এক এক করে মঞ্চে এল সব দেশ| রং ও আতসবাজিতে ভেসে গেল মারাকানার আকাশ| আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল প্যারালিম্পিক| চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত |
উদ্বোধনী অনুষ্ঠানে ছিল নানাধরনের চমক| সবচেয়ে আশ্চর্য ছিল মাঠের মধ্যে এক বিরাট হৃদপিন্ড ও তাঁর সঞ্চালনের শব্দ| প্যারালিম্পিক মশাল নিয়ে মঞ্চে প্রবেশ করলেন অ্যান্তোনিও ডেলফিনো, মার্সিয়া মালসার, আদ্রিয়া রোকা| ব্রাজিলের সেরা সাঁতারু ও প্যারালিম্পিকে সবচেয়ে বেশি সোনা জয়ী ক্লোডোয়াল্ডো সিলভা| তিনি জ্বালালেন প্যারালিম্পিকের কুন্ড| সাম্বার ছন্দে ভেসে উঠল গ্যালারি|
পারফরম্যান্স করলেন অ্যামেরিকান অ্যাথলিট ও অভিনেত্রী অ্যামি পার্ডি|অঘটন ঘটল একটাই| ১৯৮৪ সালের প্যারালিম্পিক অ্যাথলিট মার্সিয়া মালসার মশাল নিয়ে পড়ে গেলেন| দুজন নিরাপত্তারক্ষী সঙ্গে সঙ্গে তাঁকে তুলে দেন|এরপর সোজা হয়ে দাঁড়িয়ে ফের ক্রাচে ভর দিয়ে তিনি মশাল নিয়ে হাঁটা শুরু করেন| এই বয়সেও তাঁর এই না হারার মানসিকতায় মুগ্ধ ক্রীড়াপ্রেমী থেকে উপস্থিত দর্শকরা|
2016-09-09
