নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ আগস্ট: স্টার সিমেন্টের তেলিয়ামুড়াস্থিত অফিসের ঝাঁপ ফেলে অফিস বন্ধ করে বিক্ষোভ দেখালো সিমেন্ট বোঝাই লরির চালকেরা। সিমেন্টের ডিলার লক্ষণ সাহার দ্বিচারিতায় চরম ভোগান্তির শিকার তারা। এতেই ক্ষুব্ধ লরির চালকেরা।
মঙ্গলবার লরির চালকরা সঙ্ঘবদ্ধ হয়ে বন্ধ করে দিল তেলিয়ামুড়ার স্টার সিমেন্ট অফিস। চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নাকি গান্ধীগ্রাম এলাকার জনৈক সিমেন্টের ডিলার লক্ষণ সাহা সিমেন্ট কোম্পানির কাছে নিজের ভালো পারফরম্যান্স দেখানোর তাগিদে একসঙ্গে প্রয়োজনের অধিক লরি বোঝাই সিমেন্ট রাজ্যে নিয়ে আসে।
তারপর, কখনো ৫ দিন আবার কখনো ১০ দিন এভাবে দিনের পর দিন সেই লরিগুলি’কে রাজ্যের বিভিন্ন প্রান্তে দাঁড় করিয়ে রেখে লরির চালকদের চরম হেনস্তা করে যাচ্ছে।
তাছাড়া, কোন সিরিয়াল মেনটেইন না করেই লক্ষণ বাবু নাকি রাজ্যে আগে প্রবেশ করা লরিগুলি’র সিমেন্ট খালি না করে, রাজ্যে পরে প্রবেশ করা উনার কাছের একাংশ লরিগুলি থেকে উৎকোচ নিয়ে সিমেন্ট খালি করিয়ে দেয়। ক্ষুদ্ধ গাড়ির চালকরা ওই সিমেন্ট ডিলার লক্ষণ সাহার বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেন মঙ্গলবার।