নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৭ আগস্ট: মঙ্গলবার দুপুরবেলা কৈলাসহর পুরপরিষদের অধীনে দক্ষিণ কালিপুর বাঁধেরপাড় ১৪ নং ওয়ার্ড এলাকায় বন্যায় কবলিত পরিবারের লোকেদের মধ্যে কৈলাশহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহার নেতৃত্বে এবং যুব কংগ্রেসের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিধায়ক বিরজিৎ সিনহার নেতৃত্বে যুব কংগ্রেসের কর্মীরা মঙ্গলবার ঊনকোটি জেলার কৈলাসহরে
বন্যায় কবলিত ২৫ পরিবারের লোকেদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। আগামী দিনেও এ ধরনের অভিযান জারী থাকবে বলে জানান যুব কংগ্রেসের নেতৃত্বরা।
চলতি মাসের ১৯ তারিখ সারা রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি হওয়ার কারণে কৈলাসহরের মনু নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইতে থাকে। যার কারণে ওই এলাকার অনেকের বাড়ি ঘরের মধ্যে জল প্রবেশ করে বন্যায় পরিণত হয়। ফলে উনারা আশ্রয়হীন হয়ে পড়েন। তাই তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিল কংগ্রেস দল।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা যুব কংগ্রেসের সভাপতি দেবাংশু দাস, যুব কংগ্রেসের সক্রিয় কর্মী অভিজিৎ শীল থেকে শুরু করে যুব কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা ।