নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ আগস্ট: তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেলিয়ামুড়া আর.ডি ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ নির্বাচিত সকল সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়।
তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুইসিন্দ্রাই গ্রাম পঞ্চায়েত, হাওয়াই বাড়ি গ্রাম পঞ্চায়েত, মোহরছড়া গ্রাম পঞ্চায়েত সহ পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সকল পঞ্চায়েত সদস্য সহ প্রধান-উপপ্রধানরা শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে নিজেদের দায়িত্বভার গ্রহণ করেন।
এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়, বিজেপি তেলিয়ামুড়া মন্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায়, অফিস সম্পাদক সুমন ঘোষ, মন্ডল বিস্তারক প্রজেশ সরকার সহ অন্যান্যরা।
এদিনের এই শপথ গ্রহণ পর্বে উপস্থিত থেকে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, যাতে নবনির্বাচিত সকল জনপ্রতিনিধি’রা কোন রাজনৈতিক ভেদাভেদ না রেখে সকল মানুষের উন্নয়নকল্পে কাজ করেন এবং সরকারের সমস্ত সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেন।