হাওড়া, ২৭ আগস্ট (হি.স.): মঙ্গলবার নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ছুঁড়তে শুরু করে।
হাওড়া ব্রিজ থেকে আন্দোলনকারীরা যাতে কোনওভাবে এগোতে না পারে, তার জন্য পুলিশ এদিন নাগাড়ে জলকামান ছুঁড়তে শুরু করে। জলকামান ও পরের পর কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েও জনতাকে ছত্রভঙ্গ করতে বেগ পেতে হয় পুলিশকে। জল কামানের তোড়ে কিছুটা ছত্রভঙ্গ হলেও পরক্ষণেই ফের তারা ব্যরিকেড ভাঙতে উদ্যত আন্দোলনকারীরা।