ত্রিপুরায় বন্যা পরিস্থিতিতে ত্রিপুরা সরকারকে ১০ কোটি টাকরা আর্থিক সহযোগিতা উত্তরপ্রদেশ সরকারের, ধন্যবাদ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৬ আগস্ট: ত্রিপুরায় বন্যা পরিস্থিতিতে ত্রিপুরা সরকারকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিল উত্তরপ্রদেশ সরকার। বিজেপি নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার রাজ্য সরকারকে ১০ কোটি টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেছে। আজ  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক বিজ্ঞপ্তী জারী করে এই বার্তা দিয়েছেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, গত ১৯ আগস্ট থেকে ভারী বর্ষণের কারণে গোমতী ও অন্যান্য নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। রাজ্যের আটটি জেলার মধ্যে ছয়টি – দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহিজলা, পশ্চিম ত্রিপুরা, খোয়াই এবং ঊনকোটি জেলা সংকট দেখা দিয়েছে । রাজ্যে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

এই কঠিন সময়ে উত্তরপ্রদেশের জনগণ ও সরকার ত্রিপুরার জনগণ ও সরকারের পাশে দাঁড়িয়েছে। তাই ত্রিপুরা সরকারকে ত্রাণ ও পুনর্বাসন প্রচেষ্টার ১০ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

এদিকে, নিজ সামাজিক মাধ্যমে 

রাজ্যের বন্যা পরিস্থিতি নিরসনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উত্তরপ্রদেশ সরকারকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। 

এদিন মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে বলেন, সকলের সার্বিক সহযোগিতায় আমরা খুব দ্রুত এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *