অমৃত ২.০ প্রকল্পের অধীনে লেইকের পূনরুজ্জীবন ও সৌন্দর্যয়ান কাজের ভূমি পুজা অনুষ্ঠিত

আগরতলা, ২৬ আগস্ট: আজ উজান অভয়নগর বাজার লেকের অমৃত ২.০ প্রকল্পের অধীনে লেইকের পূনরুজ্জীবন ও সৌন্দর্যয়ান কাজের জন্য “ভূমি পুজা” অনুষ্ঠিত হয়েছে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার শৈলেশ কুমার যাদব ও ১১-নং কর্পোরেটের হীরালাল দেবনাথ ও এলাকার স্থানীয়রা।

এদিন মেয়র বলেন, উজান অভয়নগর বাজার লেকের অমৃত ২.০ প্রকল্পের অধীনে লেইকের পূনরুজ্জীবন ও সৌন্দর্যয়ান কাজ শুরু হয়েছে। তার জন্য ৩ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। মূলত আগরতলা শহরকে সুন্দর করার নিগমের একমাত্র লক্ষ্য বলে জানান তিনি।