নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট: গুরুকুল আগরতলা ইংলিশ মিডিয়াম স্কুলে রবিবার লায়ন্স ক্লাব অফ আগরতলা গ্যালাক্সির পক্ষ থেকে আয়োজন করা হয় স্বাস্থ্য শিবির।
লায়ন ক্লাব অফ আগরতলা গ্যালাক্সির পক্ষ থেকে রবিবার গুরুকুল ইংলিশ মিডিয়াম স্কুলে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধপত্র বিতরণ করা হয়।
বন্যাজনিত পরিস্থিতিতে এই স্বাস্থ্য শিবিরে ব্যাপক সংখ্যক মানুষের সমাগম পরিলক্ষিত হয়েছে। উপস্থিত ছিলেন আগরতলার গ্যালাক্সি প্রেসিডেন্ট প্রণব দাস সহ অন্যান্যরা। আয়োজকরা জানান সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে তাদের এই স্বাস্থ্য শিবিরের আয়োজন।
