কলকাতা, ২২ আগস্ট (হি.স.): আগামী ২৫ আগস্ট শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ডুরান্ড কাপের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ডুরান্ডের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড ও শিলং লাজং। সেমিফাইনালে ওঠার পথে শিলং লাজং ২-১ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গলকে আর নর্থ ইস্ট ইউনাইটেড ২-০ গোলে হারিয়েছে ভারতীয় আর্মিকে।
তবে ডুরান্ডের বাকি ম্যাচগুলি অর্থাৎ ২৩, ২৭ ও ৩১ আগস্টের ম্যাচের ভেন্যু পরিবর্তন হয়নি। দুটি দলই পাহাড়ের দল বলে, সমর্থকদের কথা মাথায় রেখে দু’দলের ম্যাচ শিলংয়েই করা হয়েছে বলে ডুরান্ড কর্তৃপক্ষ জানিয়েছে ।
