আগরতলা, ১৬ আগস্ট: শিক্ষক হত্যা মামলায় পুলিশ ও চিকিৎসকের বিরুদ্ধে আইনী ব্যবস্থার দাবিতে কংগ্রেস কর্মীরা উদয়পুরে বিক্ষোভ দেখিয়েছেন। পরর্বতী সময়ে তাদের এক প্রতিনিধি দল পুলিশ সুপারের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছেন।
এক কংগ্রেস কর্মী জানিয়েছেন, গত ৮ আগস্ট রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন উদয়পুর আই এস অফিসের বিপরীতে অবস্থিত তৈবান্দাল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক অভিজিৎ দেকে উদয়পুর সেন্ট্রাল রোড স্থিত টং দোকানের সামনে থেকে নিয়ে গিয়ে বেধড়ক পিটিয়ে অসুস্থ করে।ঘাতক দুই মূল অভিযুক্ত উদয়পুর পোলট্রি রোড এলাকার জয়ন্ত সাহা ও শংকর কর্মকার। পরে শিক্ষক অভিজিৎ-এর স্ত্রীকে খবর দিয়ে নিয়ে গিয়ে স্ত্রীর সামনে অমানুষিক নির্যাতন ও আঘাত করে উদয়পুর পোলট্রি রোড এলাকার শংকর রাম কর্মকার, জয়ন্ত সাহা সহ আরো অনেকে। শিক্ষক অভিজিৎ দের উপর অমানুষিক নির্যাতন ও অত্যাচারের পর অভিযুক্ত শংকর ও জয়ন্ত রাধাকিশোরপুর থানায় খবর দিলে রাধাকিশোরপুর থানার পুলিশ অভিজিৎকে থানায় নিয়ে গিয়েছিল। পরদিন নয় আগস্ট দুপুরে পক্সো আইনে আদালতে তোলা হলে আদালত অভিজিৎ-এর শারীরিক অবস্থা বিবেচনা করে অভিজিৎ-এর জামিন মঞ্জুর করেন। কিন্তু তারপর তাকে বাঁচানো সম্ভব হল না।
তাঁর অভিযোগ, অভিজিৎ -কে পিটিয়ে গুরুতর আহত করার পরও তাকে চিকিৎসা না করে আদালতে তোলা হয়েছিল। যার কারনে বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। তাই পুলিশ এবং চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে উদয়পুরে বিক্ষোভে সামিল হয়েছে।

