নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট:স্থানীয় সিন্ডিকেটের থেকে হুলিয়া জারি করে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বজিতের অটো চলাচল। রাগে অভিযানে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে অটো চালক বিশ্বজিৎ দেবনাথ। প্রথমে স্থানীয় খোয়াই হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয় বিশ্বজিতকে। অবশেষে মঙ্গলবার রাতে মৃত্যু হয় বিশ্বজিৎ এর।ঘটনার বিবরনে বিশ্বজিতের স্ত্রী জানিয়েছেন, তার বন্ধু নিখিল মোদকের সঙ্গে কিছু কারনে তার ঝামেলা হয়েছিল। রবিবার নিখিল মোদকের বাড়িতে গিয়েছিলেন অটো চালক বিশ্বজিৎ। তখন নিখিলের স্ত্রী বিশ্বজিতকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। পরে বাড়িতে আসার পড়ে নিখিল মোদক খোয়াই সিন্ডিকেটে বিশ্বজিতের বিরুদ্ধে অভিযোগ জানায়। তাতে সিন্ডিকেটের তরফে অনির্দিষ্টকালের জন্য বিশ্বজিতের অটো চলাচল বন্ধ করে দেয়। তাতেই রাগে অভিমানে বিশ্বজিৎ আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ তার স্ত্রীর।এদিকে বাড়িতে এসে ঘটনা প্রত্যক্ষ করে তড়িঘড়ি তাকে খোয়াই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে জিবি হাসপাতালে রেফার করে। সেখানেই মঙ্গলবার রাতে মৃত্যু হয় বিশ্বজিতের। তার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিশ্বজিতের পরিবার।
2024-08-14