কলকাতা, ১৪ আগস্ট (হি.স.): বুধবার দিনভর অবস্থান বিক্ষোভ ও মিছিলে ব্যস্ত থাকলেন ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের আন্দোলনরত চিকিৎসকরা। আরজিকর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের মৃত্যু এবং ন্যাশনাল মেডিক্যালে জোর করে বিতর্কিত অধ্যক্ষকে মোতায়েনের চেষ্টার প্রতিবাদে এই বিক্ষোভ।এদিন সন্ধ্যায় তাঁরা হাসপাতাল থেকে পার্ক সার্কাস সাত মাথার মোড় পর্যন্ত মোমবাতি মিছিল করেন৷ সেখানে কিছুক্ষণ অবস্থান-বিক্ষোভের পর পুনরায় হাসপাতালে ফিরে আসবেন৷ তার পর রাত সাড়ে ১১টা নাগাদ যাদবপুর ৮বি মোড়ে ‘রাত দখল’ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মহিলা এবং পুরুষ চিকিৎসকদের একাংশ৷
আন্দোলনকারীদের মধ্যে এক মহিলা চিকিৎসক বলেন, “কেউ যখন আমাদের কাছে এসে বলেন দিদি বাঁচান, আমরা প্রাণ দিয়ে চিকিৎসা করে তাঁদের বাঁচানোর চেষ্টা করি। যদি মহিলা চিকিৎসকদের কেউ দুর্বল ভাবে, তাহলে ভুল হবে৷ আমাদের উপর কেউ হাত তুললে বা কোনও রকম অন্যায় করলে, আমরা সেই হাত ভেঙেও দিতে পারি৷ আমরা দুর্বল নই৷”

