লখনউ, ১১ আগস্ট (হি.স.): লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন শিমুল বড়ুয়া নামে এক বাংলাদেশি নাগরিক। অভিযোগ, পশ্চিমবঙ্গ থেকে জাল নথি তৈরি করে লখনউ থেকে ব্যাঙ্কক যাওয়ার উদ্দেশ্যে ছিল তাঁর। ব্যাঙ্কক যাওয়ার জন্য আশিস রায়ের নামে তিনি জাল পাসপোর্ট তৈরি করেছিলেন বলে অভিযোগ। বিমানবন্দরে গ্রেফতার করার পর তাঁকে সরোজিনী নগর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সরোজিনী নগর থানার পুলিশ। তাঁর কাছ থেকে একাধিক নামের দুটি জাল পাসপোর্ট, দুটি আধার কার্ড এবং একটি ব্যাঙ্ককের ট্যুরিস্ট ভিসা উদ্ধার করা হয়েছে।
2024-08-11
