ট্রিপল আইটি পড়ুয়া ছাত্রের রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তপ্ত এনআইটি, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের দাবি এনএসইউআই-র

আগরতলা, ১ আগস্ট: ট্রিপল আইটি  পড়ুয়া ছাত্রের রহস্যজনক মৃত্যুতে গতকাল রাতে উত্তপ্ত হয়ে উঠেছিল আগরতলার এনআইটি। পর্রবতী সময়ে পুলিশের হস্তক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে। ছাত্রছাত্রীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের খামখেয়ালীপনার কারণে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। আজ এরই প্রতিবাদে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভে সামিল হয়েছে এনএসইউআই। তাদের দাবি, অতিসত্বর একটি তদন্ত কমিটি গঠন করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। তারপর কলেজ কর্তৃপক্ষ ৮ সদস্যের একটি কমিটি গঠন করেন বলে জানান প্রদেশ এনএসইউআই-এর সভাপতি স্বরূপ কুমার শীল।

প্রসঙ্গত, ছত্তিশগড় থেকে আগরতলায় এনআইটিস্হিত ট্রিপল আইটিতে ভর্তি হয়েছিলেন অভিজিৎ পান্ডা। বেশ কয়েকদিন যাবৎ সে অসুস্থতা বোধ করছিলেন। কিন্তু অসুস্থতাবোধ করার পরও ট্রিপল আইটির কতৃর্পক্ষ তাকে চিকিৎসা পরিষেবা দেওয়ার প্রয়োজন বোধ করেন নি বলে, অভিযোগ ছাত্র ছাত্রীদের। আরও অভিযোগ, উপরোক্ত জিবি হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক খোঁজখবর পর্যন্ত নিতে কলেজ কতৃর্পক্ষ আসেন নি। এই খবর পেয়ে গতকাল ছত্তিসগড় থেকে তার পরিবারের সদস্যরা ছুটে আসেন। গতকালই তারা তাকে নিয়ে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু মাঝ রাস্তায় সে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরিবারের বক্তব্য, চিকিৎসকদের পরার্মশ মেনেই তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল। ওই ঘটনা ছড়িয়ে পড়তেই এনআইটি চত্বরে উত্তেজনা ছড়িয়েছে। কলেজ কতৃর্পক্ষের হস্তক্ষেপেও পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে নি। তারপর পুলিশকে খবর পাঠানো হয়েছিল। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে। কিন্তু আজ সকালে এরই প্রতিবাদে সরব হয়েছে এনএসইউআই।

আজ কলেজ ক্যাম্পাসে গিয়ে প্রদেশ এনএসইউআই-এর সভাপতি স্বরূপ কুমার শীল পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করেন এবং আন্দোলনকারীদের সাথে আলোচনা করেন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ওই ঘটনা অত্যন্ত দুঃখজনক। সংগঠনের দাবি, অতিসত্বর একটি তদন্ত কমিটি গঠন করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। তারপর কলেজ কর্তৃপক্ষ ৮ সদস্যের একটি কমিটি গঠন করেন বলে জানান তিনি। যদি ওই কমিটিতে সত্য উঠে না আসে তা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুশিয়ারী দিয়েছেন।