নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): সমগ্র বিশ্বের বিনিয়োগকারীরা এখন ভারতে আসতে চায়। ভারতকে এখন ইতিবাচক নজরে দেখছেন বিশ্ব নেতারা। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে “বিকশিত ভারতের পথে যাত্রা – বাজেট পরবর্তী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, নীতি আয়োগের বৈঠকে আমি মুখ্যমন্ত্রীদের বলেছিলাম, প্রতিটি রাজ্যের উচিত বিনিয়োগকারী-বান্ধব দলিল তৈরি করা। বিনিয়োগ আকৃষ্ট করার জন্য রাজ্যগুলির মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকা উচিত। আমি চাই না আমার দেশের কোনও রাজ্য পিছিয়ে থাকুক।এবারের কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এবারের বাজেটে প্রধানমন্ত্রী প্যাকেজ ২ লক্ষ কোটি টাকা ঘোষণা করা হয়েছে। এর ফলে ৪ কোটি যুবক উপকৃত হবে। এই প্রধানমন্ত্রী প্যাকেজ সামগ্রিক এবং ব্যাপক।” মোদী বলেছেন, “অনিশ্চয়তায় পরিপূর্ণ বিশ্বে, ভারতের মতো বৃদ্ধি এবং স্থিতিশীলতা খুবই ব্যতিক্রম… ভারতই একমাত্র দেশ যেখানে উচ্চ প্রবৃদ্ধি এবং নিম্ন মুদ্রাস্ফীতি রয়েছে। আমাদের আর্থিক বিচক্ষণতা বিশ্বের জন্য একটি রোল মডেল, বিশ্বব্যাপী ভারতের অংশীদারিত্ব বৃদ্ধি ১৬ শতাংশ। গত ১০ বছরে অর্থনীতিতে একাধিক আঘাতের পরেও এমনটা হয়েছে, যদি এই চ্যালেঞ্জগুলি না আসত তবে ভারত একটি উচ্চ অবস্থানে থাকত।”
2024-07-30

