নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: আমতলী থানার অন্তর্গত বেলাবর বর্ডার এলাকা থেকে দুজন বর্ডার টাউটকে আটক করলো আমতলী থানার পুলিশ।
ঘটনার বিবরণে এসডিপিও শংকর দাস জানিয়েছেন, ১৬ জুলাই অবৈধ অনুপ্রবেশকারী দুজন বাংলাদেশি নাগরিককে আটক করেছিল আমতলী থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে দুজন টাউটের নাম বেরিয়ে আসে। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় টাকার বিনিময়ে সীমান্ত পারাপারে সাহায্য করে আসছে। তারপর পুলিশ এই তথ্য নিয়ে তদন্ত নামে। শেষ পর্যন্ত আজ তাদের বেলাবর বর্ডার থেকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে তারা এই কাজের সঙ্গে যুক্ত। তাদের জিজ্ঞাসাবাদে এই বিষয়ে আরও তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছেন এসডিপিও।