নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই:
গন্ডাছড়ার ছাত্র-ছাত্রীদের সার্বিক পরিস্থিতি মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে দেওয়ার জন্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর- এর নিকট চিঠি দিয়েছিল এনএসইউআই।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এনএসইউআই – এর নেতৃত্বরা জানিয়েছেন, সম্প্রতি গন্ডাছড়ায় ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানকার ছাত্র-ছাত্রীরা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা দেওয়া তাদের জন্য কোনোভাবেই সম্ভব নয়। বিষয়টি মাথায় রেখে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলরের নিকট পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছিল। ভাইস চ্যান্সেলর এই দাবি মেনেছেন বলে জানিয়েছেন এনএসইউআই নেতৃত্বরা। ২৪.৭. ২০২৪ তারিখে যে সকল সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা ছিল সেই দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন এনএসইউআই নেতৃত্বরা।