নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ২২ জুলাই, চলবে ১২ আগস্ট পর্যন্ত। ২২ জুলাই থেকে শুরু হয়ে ১২ আগস্ট পর্যন্ত চলবে বাজেট অধিবেশন। ২০২৪-২৫ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ হবে আগামী ২৩ জুলাই। সংসদের বাজেট অধিবেশনকে সামনে রেখে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক রবিবার দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সরকার সংসদের উভয়কক্ষের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত বিরোধী দলের কাছ থেকে সহযোগিতার অনুরোধ করেছে।কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, কিরেন রিজিজু, অর্জুন রাম মেঘওয়াল, জে পি নাড্ডা, চিরাগ পাসোয়ান, রামদাস আঠাওয়ালে, কংগ্রেসের জয়রাম রমেশ, এন সি পি-র প্রফুল প্যাটেল, ডি এম কে-র টি আর বাবু এবং তিরুচিশিবা, এ আই এম আই এম-এর আসাদুদ্দিন ওয়েইসি সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। আগামীকাল সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। চলবে ১২ আগস্ট পর্যন্ত।
2024-07-21