নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ২০ জুলাই: দক্ষিণ কদমতলা এলাকায় বিদ্যুৎজনিত সমস্যার কারণে দক্ষিণ কদমতলা এলাকায় এলাকাবাসীরা রাস্তা অবরোধে শামিল হয়েছে। খবর পেয়ে বিদ্যুৎ কর্মী জুনিয়র হেলপার পরেন্দ্র নাথ, কাশেম জাকারিয়া ও গাড়ির চালক প্রীতম নাথ ঘটনাস্থলে গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করলেন। উত্তেজিত জনতার গনরোষের শিকার হন তারা।
উত্তেজিত জনতা পরেন্দ্র নাথকে বেধরক মারপিট শুরু করলে উনাকে বাঁচাতে গিয়ে অপর কর্মী কাশেম জাকারিয়ার উপরও হামলে পড়ে পাশাপাশি গাড়ির চালক প্রীতম নাথকেও মারধর করে এবং গাড়ি ভাংচুর করা হয় বলে গুরুতর অভিযোগ করেন আহতরা। অবশেষে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত বিদ্যুৎ কর্মীদের উদ্ধার করে নিয়ে আসেন। পরে কদমতলা বিদ্যুৎ সাব-স্টেশনের ম্যানেজার দীপায়ন দাস রাতেই কদমতলা থানায় আক্রমনকারীদের নাম ধাম জানিয়ে লিখিত মামলা দায়ের করেন।