কলকাতা, ২০ জুলাই (হি. স.) : মহামেডান স্পোর্টিংকে হারিয়ে দিল ইউনাইটেড স্পোর্টস। শনিবার মহামেডান নিজেদের মাঠে ৩-১ গোলে হেরে গেল ইউনাইটেডের কাছে। ফলে কলকাতা ফুটবল লিগে জমে গেল সুপার সিক্সের লড়াই। এই জয়ে সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল ইউনাইটেড।
এই ম্যাচে নামার আগে পাঁচ ম্যাচ খেলে তিনটে জয় একটা ড্র ও একটিতে হার নিয়ে মহামেডানের পয়েন্ট ছিল ১০। আর ইউনাইটেড পাঁচ ম্যাচে তিনটে জয় দুটো হেরেছিল। সুপার সিক্সের লড়াইয়ে ফিরতে হলে এই ম্যাচ দুজনের কাছে গুরুত্ব ছিল।
আজকের ম্যাচ মহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন মহিতোষ। আর ইউনাইটেড স্পোর্টস এর হয়ে এক গোল তিনটি করেন রোমিংথাঙ্গা, সুজল মুন্ডা (২)।
এই জয়ের ফলে ইউনাইটেড স্পোর্টস তৃতীয় স্থানে উঠে এল। অর্থাৎ তারা সুপার সিক্সে র লড়াইয়ে চলে এল। অন্যদিকে লীগে এদিনের হার মহামেডানের লড়াইটা কঠিন হয়ে গেল ।

