আগরতলা, ২০ জুলাই: বহুদিন পলাতক থাকার পর অবশেষে পূর্ব আগরতলা থানার পুলিশের হাতে আটক কুখ্যাত দুই নেশা কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল তাদের আটক করা হয়েছিল।
আগরতলা পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি বলেন, দুটি এনডিপিএস মামলায় বহুদিন পলাতক ছিলেন প্রতাপগড়ের বাসিন্দা রাজা সাহা এবং মেলাঘরের বাসিন্দা অর্জুন দেবনাথ। গতকা গোপন খবরের ভিত্তিতে রাজধানীর কলেজটিলা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। থানায় নিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
এদিন তিনি আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্ব থানায় দুটি এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত ছিল। আজ পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে ।