BRAKING NEWS

মহিলা ফুটবল : ফিরতি লীগেও ফুলো ঝানুকে হারালো স্পোর্টস স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। শ্রেয়ার হ্যাটট্রিক। প্লেয়ার অফ দ্যা ম্যাচের প্রাইজ মানিও তার দখলে। ফিরতি লিগেও ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়ী। প্রথম লীগে ৪-৩ তো, ফিরতি লিগে পাঁচ-শূন্য। ব্যতিক্রম, ফিরতি লীগে ফুলো ঝানু একটি গোলও পরিশোধ করে ব্যবধান কমিয়ে আনার সুযোগ পায়নি। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত বৈকুন্ঠ নাথ মেমোরিয়াল মহিলা ফুটবলের ফিরতি লীগের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল পাঁচ-শূন্য গোলের ব্যবধানে ফুলো ঝানু ক্লাবকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল ৪-০ গোলে এগিয়ে ছিল। গোল শুরু খেলার পাঁচ মিনিটের মাথায়। পোস্ট স্কুলের পক্ষে বাসন্তীরিয়ান একটি গোল করে দলকে এক শূন্যতে এগিয়ে দেয়। পরবর্তী পাঁচ মিনিটের মধ্যে শ্রেয়া দেবের পরপর দুটি গোল ব্যবধান বাড়িয়ে ৩-০ করে এবং জয়ের লক্ষ্যে ক্রমশ এগুতে থাকে। একুশ মিনিটের মাথায় বিনীতা সিনহা আরও একটি গোল করলে গোল ব্যবধান চার- শূন্য হয়। প্রথমার্ধের পরবর্তী সময়ে স্পোর্টস স্কুলের পক্ষে যেমন গোল হয়নি, তেমনি প্রতিপক্ষ ফুলো ঝানু ক্লাবের কেউ গোল পরিশোধ করে খেলায় গোল ব্যবধান  কমিয়ে আনতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে খেলার চেহরা একটু পরিবর্তন হয় ফনুজানুর রক্ষণভাগে গুরুত্ব বাড়ালে কার্যত কোর্ট স্কুলের মেয়েরা কিছুটা প্রতিহত হয়। তবে একেবারে অন্তিম পর্যায়ে শেষ বাঁশি বাজার এক মিনিট আগে স্পোর্টস স্কুলের শ্রেয়া দেব তার ব্যক্তিগত তৃতীয় গোল করে হ্যাট্রিকের পাশাপাশি দলের পক্ষে গোল ব্যবধান ৫-০ করে তোলে। পরবর্তী সময়ে আর তেমন গোলের সুযোগ আসেনি। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি উৎপল চৌধুরী, সুকান্ত দত্ত, লিটন সাহা ও ইন্দ্রানী দে। দিনের খেলা: বিশ্রামগঞ্জ প্লে সেন্টার বনাম চলমান সংঘ, সকাল ৮ টায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *