কলকাতা, ১৪ জুলাই (হি.স.): যাত্রী বেশে সোনার বিস্কুট পাচার করার সময় বিএসএফের হাতে আটক এক বাংলাদেশী। ভারত বাংলাদেশের বনগাঁ পেট্রাপোল বন্দরের ঘটনা। বিএসএফ জানিয়েছে, পেট্রাপোল বন্দর দিয়ে যাত্রী বেশে বাংলাদেশ থেকে ভারতে আসছিল ওই পাচারকারী। তল্লাশির সময় গোপনাঙ্গের মধ্যে দিয়ে ৬টি সোনার বিস্কুট উদ্ধার হয়। যার ওজন ৭০০ গ্রাম , বর্তমানে ভারতীয় বাজারে যার মূল্য প্রায় ৫১ লক্ষ ৩৩ হাজার ৯১৩ টাকা। ধৃতের নাম মোহাম্মদ তারিকুল ইসলাম। বাংলাদেশের ঢাকার বাসিন্দা সে। উদ্ধার হওয়ার সময় বিস্কুট ও ধৃত পাচারকারীকে পেট্রাপোল শুল্ক দফতরের হাতে তুলে দেয় বিএসএফের ১৪৫ নম্বর ব্যাটালিয়ন।
2024-07-14

