কোরবায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শিশু কন্যার

কোরবা, ১২ জুলাই (হি. স.) : ছত্তিশগড়ের কোরবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। ঘরের ভেতরে খেলা করছিল মেয়েটি সেই সময় মিটার থেকে বেরিয়ে আসা বিদ্যুতের তারের সংস্পর্শে চলে এসে শিশু কন্যা। ঘটনাটি ঘটেছে রাজগামার ফাঁড়ির কেসলা গ্রামে। 

তথ্য অনুযায়ী, বিহারের সহরসা জেলার বাসিন্দা মহেশ দাস বর্তমানে কেসলা গ্রামে একটি ভাড়া বাড়িতে থাকেন। দিনমজুরের কাজ করেন।  মহেশ এদিনও যথারীতি কাজে গিয়েছিল। তার স্ত্রী বাড়িতে কাজ করছিলেন। সেই সময় মেয়ে অঞ্জলি ঘরের ভেতরে খেলছিল। সেই সময় কক্ষে লাগানো বিদ্যুতের মিটার থেকে তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় অঞ্জলি । মা রুমের ভিতরে পৌঁছে মেয়েটিকে মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন।এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   ঘটনার পর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। জেলা হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ দাউদ কুজুর জানান, জেলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।