বৃষ্টিতে অমরনাথ যাত্রা সাময়িক স্থগিত, বর্ষণ চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত

শ্রীনগর, ৬ জুলাই (হি.স.) : জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টির কারণে শনিবার সকালে অমরনাথ যাত্রা সাময়িকের জন্য স্থগিত করা হয়েছে। উত্তর কাশ্মীরের বালতাল এবং দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁও বেস ক্যাম্পে আপাতত পুণ্যার্থীরা আটকে পড়েছেন।

এদিন ভোরে জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে ৫ হাজার ৮ শো ৭৬ জন দর্শনার্থী ২৪৫ টি গাড়িতে কাশ্মীর উপত্যকার উদ্দেশ্যে রওনা হন। আবহাওয়া উন্নতি না হওয়া পর্যন্ত আপাতত স্থগিত থাকছে অমরনাথ যাত্রা। এদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৩ জুলাই পর্যন্ত বৃষ্টি চলবে জম্মু ও কাশ্মীরে। জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।