আগরতলা, ৩ জুলাই: স্বামীর দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন স্ত্রী। ওই ঘটনায় মনুতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে স্ত্রী জিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা গিয়েছে, মনু এলাকার বাসিন্দা নন্দলাল চাকমা প্রায়ই মদমত্ত অবস্হায় থাকেন। প্রতিনিয়ত নেশাগ্রস্ত হয়ে স্ত্রীর জয়া দেববর্মাকে শারিরীকভাবে নির্যাতন করেন এমনটাই অভিযোগ উঠেছে।
তার স্ত্রী জয়া দেববর্মার অভিযোগ করেন, প্রতিনিয়ত নেশাসামগ্রী সেবন করার জন্য তাঁর কাছ থেকে টাকা নিতেন। তাকে টাকা না দিলেই মেরে ফেলার হুমকি দিতেন স্বামী। গতকাল রাতেও তার ব্যতিক্রমী হয়নি। টাকা না দেওয়াতে তাকে বেধড়ক মারধর করেন। বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।