নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ৩০ জুন: ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রতিটি জেলা ও মহকুমায় প্রতিবছর নানা সামাজিক কর্মসূচি পালন করে থাকে। এসব কর্মসূচির অঙ্গ হিসেবেই কুমারঘাট রামকৃষ্ণ অভেদানন্দ অনাথ আশ্রমে ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক ও বস্ত্র সামগ্রী প্রদান করা হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে রবিবার ঊনকোটি জেলার কুমারঘাট স্থিত রামকৃষ্ণ অভেদানন্দ অনাথ আশ্রমের প্রথম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত পাঠরত ছাত্রদের মধ্যে বস্ত্র ও পাঠ্যপুস্তক পাঠ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে রামকৃষ্ণ অভেদানন্দ মিশনের যিনি পরিচালক শিক্ষক সজল কান্তি দেব এর উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক নেতৃত্ব বক্তব্য রাখেন।
অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক অজয় পাল তার মূল্যবান বক্তব্যে তিনি রামকৃষ্ণ অভেদানন্দ মিশনের প্রশংসা করেন। এই ধরনের অনাথ আশ্রম প্রতিষ্ঠা করার জন্য, এবং সমাজের দুর্বল শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অর্থাৎ অনাথ ও অসহায় ছাত্রদের এখানে যত্ন করে যেভাবে তাদেরকে গড়ে তুলছেন মানুষ হিসেবে, তার জন্য এখানকার কর্মাধ্যক্ষদের প্রশংসা করেন।
এই অনুষ্ঠানে প্রায় ৫০ জন ছাত্রকে শিক্ষা সামগ্রী ও বস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন অংশের নাগরিকের উপস্থিতি পরিলক্ষিত হয়। এলাকার একজন দুস্থ নাগরিকের মেয়ে, তথা নবম শ্রেণীর এক ছাত্রীর হাতে তার শ্রেণীর সমস্ত পাঠ্যপুস্তক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে ঊনকোটি জেলা কমিটি সম্পাদক দীপঙ্কর দত্ত এবং কুমারঘাট সাব ডিভিশনাল কমিটির অন্যান্য পদাধিকারীরা যথাক্রমে শিক্ষক দীপক মালাকার, শিক্ষক জয়দীপ দাস, স্বপন দেব, মানিক চন্দ্র দাস, বিজয় পাল, প্রদীপ দেব, সমর দে, গৌতম রুদ্র পাল, কান্তি দেব, শিবু চক্রবর্তী উপস্থিত ছিলেন।