যোগ দিবস উদযাপন যতই এগিয়ে চলেছে, ততই নতুন রেকর্ড তৈরি হচ্ছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): যোগ দিবস উদযাপন যতই এগিয়ে চলেছে, ততই নতুন রেকর্ড তৈরি হচ্ছে। রবিবার মন-কি-বাত অনুষ্ঠানে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “এই মাসে সমগ্র বিশ্ব দশম আন্তর্জাতিক যোগ দিবস অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে উদযাপন করেছে। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে আয়োজিত যোগ অনুষ্ঠানে আমি অংশ নিয়েছিলাম।”

এরপরই প্রধানমন্ত্রী বলেছেন, “কাশ্মীরে যুবকদের সঙ্গে বোন এবং মেয়েরাও যোগ দিবসে উৎসাহের সঙ্গে অংশ নিয়েছিল। যোগ দিবস উদযাপন যতই এগিয়ে চলেছে, ততই নতুন রেকর্ড তৈরি হচ্ছে।”