ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে সিমনা তামাকারী ফুটবল ক্লাব। প্রথম ২ ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হলেও, এ যাত্রায় ইয়ুথ ক্লাবকে হারিয়ে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে। সিমনা তামাকারী প্রথম ম্যাচে পানতৌই সোসাইটির সঙ্গে এবং দ্বিতীয় ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টারের সঙ্গে এক- এক গোলে ড্র এর সুবাদে দুই ম্যাচ থেকে ২ পয়েন্ট পেয়েছিল। আজ, বৃহস্পতিবার লিগ ফুটবলের দশম ম্যাচে সিমনা তামাকারী ফুটবল ক্লাব ৩-২ গোলের ব্যবধানে ইয়ুথ ক্লাবকে হারিয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল এক-শূন্য গোলে এগিয়ে ছিল। খেলার ১৮ মিনিটের মাথায় শুভঙ্কর দেববর্মার গোলে সিমনা তামাকারী ১-০ তে লিড পায়। প্রথমার্ধের পরবর্তী সময় দু দলের মধ্যে পরস্পর বিরোধী আক্রমণ ও পাল্টা আক্রমণ পরিলক্ষিত হলেও আর কেউ গোলের সুযোগ পায়নি। দ্বিতীয়ার্ধ সিমনা তামাকারীর ছেলেরা প্রতিপক্ষ ইয়ুথ ক্লাবের খেলোয়ারদের অনেকটা চাপে রাখার চেষ্টা করে। ৫৬ মিনিটের মাথায় অরূপ দেববর্মার গোলে সিমনা তামাকারী ২-০ তে লিড নিলেও ১৩ মিনিট বাদে ইয়ুথ ক্লাবের আকাশ সরকার একটি গোল করে ব্যবধান কমিয়ে এক-দুই করে নেয়। সিমনা আমাকারী পাল্টা আক্রমণ রচনা করে। নয় মিনিট বাদে এডিশন দেববর্মা একটি গোল করে ফের ব্যবধান ৩-১ একে বাড়িয়ে নেয়। ইয়ুথ ক্লাবও সহজে ছেড়ে দিতে চাইনি। শেষ পর্যায়ে ৮২ মিনিটের মাথায় একটি গোল করলে ব্যবধান কমে ২-৩ হয়। তবে পরবর্তী গোলের লক্ষ্যে কিছুটা সময় প্রায় আক্রমণ ভাগের পাশাপাশি রক্ষণ-ভাগেও সিমনা তামাকারীর ছেলেরা মনোযোগী হলে শেষ পর্যন্ত তিন দুই গোলে জয় ছিনিয়ে মাঠ। এদিকে পুরো খেলায় অসদাচরণের দায়ে রেফারি দু-দলের তিনজনকেই হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন পল্লব চক্রবর্তী, আদিত্য দেববর্মা, সুকান্ত দত্ত ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা: বেলা তিনটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে, ঐকতান যুব সংস্থা বনাম পানতৌয় স্পোর্টিং সোসাইটি।