উত্তর জেলার ধর্মনগরে বিজেপি কার্যালয়ে কালো দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৫ জুন:দেশব্যাপী সাংগঠনিক কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার উত্তর জেলা সদর ধর্মনগরে পালিত হলো কালো দিবস। অনুষ্ঠানটি হয় বিজেপির জেলা কার্যালয়ে। এক সভার পরে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, গোমতী জেলা থেকে আগত প্রদেশ বিজেপির সম্পাদক রতন ঘোষ, উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস এবং উত্তর জেলা বিজেপি দলের সভাপতি কাজল দাস।

এই সাংবাদিক সম্মেলনে মূলত বক্তব্য রাখেন বিশ্ববন্ধু সেন। তিনি বলেন,  আজকের দিনে অর্থাৎ ২৫ জুন  ভারতবর্ষের ইতিহাসে একটি কালো দিবস হিসাবে গৃহীত। কারণ ১৯৭৫ সালের ১২ জুন কোর্টে রায় দিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী নির্বাচনে অসংগতির কারণে ছয় বছর কোন ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তখন ভারতের রাষ্ট্রপতি ছিলেন ফখরুদ্দিন আলি আহমেদ। তখন লেখক কবি দেশপ্রেমী যারাই দেশের জন্য কথা বলেছে তাদেরকে এম আই এস অনুযায়ী জেলে বন্ধ করা হয়েছে।

সিপিএম এবং কংগ্রেসের কেউ বন্দী হয়নি। তখনকার পশ্চিমবঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়, উনার বাড়িতে জ্যোতি বসু আশ্রয় নিয়ে নিশ্চিন্তে জীবন যাপন করেছিলেন। পূর্ব থেকে ওই কংগ্রেস এবং সিপিএমের একটি যোগ সাজস পরিলক্ষিত হয়। জয় প্রকাশ নারায়ণের নেতৃত্বে এই আন্দোলন গড়ে উঠেছিল। সেই সময় জর্জ ফার্নান্ডেজের নেতৃত্বে সারা ভারত রেল ধর্মঘট চলে। প্রায় ২৬ মাস এই ইমারজেন্সি জারি ছিল। মানবাধিকার তখন সম্পূর্ণরূপে লঞ্চিত হয়েছিল। কিশোর কুমারের গান বন্ধ করে দেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের গান এবং যেসব কবিতা দেশ ভক্তি মূলক সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। মানুষের মধ্যে ঔষধ এবং খাদ্য সংকট চলছিল।

১৯৪৭ সালে ভারত বর্ষ স্বাধীন হওয়ার পর পুনরায় দ্বিতীয়বারের জন্য স্বাধীনতা হরণ করা হয়েছিল। বিভিন্ন স্তরের মানুষকে কোন ধরনের কারণ ছাড়াই শাসকদলের ইঙ্গিতে গ্রেফতার করে রাখা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন ভারতবর্ষের ইতিহাসে যেন এই দিন আর কখনো না আসে। মানুষকে মানুষের অধিকার দিতে তিনি বদ্ধ পরিকর। তাই কংগ্রেস দলকে পুনরায় ক্ষমতায় এনে ভারতবর্ষের ইতিহাসের পুনরাবৃত্তি যাতে মানুষের দেখতে না হয় তার জন্য সমগ্র জাতির প্রতি তিনি আশা ব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *