কোতোয়ালিতে পুকুর থেকে ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

রাঁচি, ২৪ জুন (হি. স.) : সোমবার কোতোয়ালি থানা এলাকার একটু পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিশ। পরে বিষয়টি কোতোয়ালি থানায় জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রিমস মর্গে পাঠায়। নিহতের নাম রাজেশ তিওয়ারি (৪০), কিশোরগঞ্জ ৩ নম্বর রোডের বাসিন্দা। রাজেশ তিওয়ারির ভাই কোতোয়ালি থানায় মামলা করেছেন। থানার ইনচার্জ রঞ্জিত সিং জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।