নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: ফের আগরতলা বাধারঘাট রেলস্টেশনে ধরা পড়লো ৬ মহিলা সহ ৯ বাংলাদেশি। তারা বেআইনিভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশ করে। শনিবার রাতে ওই অবৈধ বাংলাদেশী নাগরিকদের গ্রেফতার করা হয়।
আগরতলা রেল থানার ওসি তাপস দাস রবিবার সংবাদ মাধ্যমকে জানান, ধৃতরা হলো নিলুপা বেগম , জন্নতি আকতার, মিরাজ খান, আকাশ হাওলাদার, লিটন হাওলাদার, সালমা বেগম, রিপন প্রামাণিক, ইব্রাহিম আকুন্দ, এবং সুরভী আলী।
এই ৯ জন দিল্লি, বেঙ্গালুরু এবং গুজরাট যাওয়ার জন্য রেলস্টেশনে এসেছিল। রবিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।