সীমান্তে ব্রহ্মস ক্ষেপানাস্ত্র মোতায়েন নিয়ে চিনের উদ্বেগ খারিজ করল ভারতীয় সেনা

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.) : অরুণাচল প্রদেশে ব্রহ্মস ক্ষেপানাস্ত্র মোতায়েন নিয়ে চিনের উদ্বেগের কারণ খারিজ করে দিল arunachal mapভারতের সেনা বাহিনী| সেনা স্পষ্ট করে দিয়েছে, এই সিদ্ধান্তের ক্ষেত্রে বেজিংয়ের আপত্তি কোনও প্রভাব ফেলবে না| সেনা সূত্রে বলা হয়েছে, কোথায় আমাদের কতটা বিপদ ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ রয়েছে, তা একান্তই আমাদের নিজস্ব বিষয়|এই সমস্যা মোকাবিলায় আমাদের সাজসরঞ্জাম আমাদের একালায় কোথায় মোতায়েন করব, তা আমরাই ঠিক করব| নিজেদের এলাকায় আমরা সামরিক পরিকাঠামো কী ভাবে গড়ে তুলব, তা অন্য কারুর উদ্বেগের কারণ হওয়া উচিত নয়|
চিনের সামরিক বাহিনীর মুখপত্রে প্রকাশিত একটি প্রতিবেদনে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, সীমান্তে ভারত সুপারসনিক মিসাইল মোতায়েন করছে| আর এই মোতায়েন ভারতের আত্মরক্ষার প্রয়োজনীয়তাকে ছাপিয়ে গিয়েছে| অরুণাচলের সীমান্তে ভারত যে ভাবে বিপুল সংখ্যক সুপারসনিক ক্রুজ মিসাইল ভারত মোতায়েন করছে, তা চিনের দুটি প্রদেশ-তিব্বত ও ইউনানের জন্য বিপজ্জনক| এরপরই ভারতীয় সেনার তরফে চিনের উদ্বেগের বিষয়টি খারিজ করে দেওয়া হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *