নয়াদিল্লি, ১৩ জুন (হি. স.): মোদীর আস্থাভাজন পি কে মিশ্রকে পাঁচ বছরের ‘এক্সটেনশন’ দেওয়া হল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তাঁর প্রধান সচিব পদে অবসরপ্রাপ্ত আইএএস পি কে মিশ্রকেই পুনরায় বহাল করেছেন। নিয়োগ কমিটি এই নিয়োগে সম্মতি দিয়েছে। জানা গেছে, মন্ত্রিসভার নিয়োগ কমিটি প্রিন্সিপাল সেক্রেটারি পদে পি কে মিশ্রর পুনরায় নিয়োগের অনুমোদন দিয়েছে।
ওয়াকিবহাল মহলের বক্তব্য, মন্ত্রিসভাতেও যেমন নিজের কোর টিম ধরে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একইভাবে সচিবদের মধ্য়েও নিজের দলই অটুট রাখলেন তিনি। পি কে মিশ্র প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত, অথবা যেটি আগে হবে, সেই পর্যন্ত এই পদে বহাল থাকবেন।