নলবাড়ি (অসম), ১১ জুন (হি.স.) : নলবাড়ি জেলার অন্তর্গত টিহু এলাকায় আজ মঙ্গলবার দুপুরের দিকে সংঘটিত এক ভয়ংকর সড়ক দুৰ্ঘটনায় দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের একজন টিহুর মাখিবাহার কলেজ শিক্ষক রাজীব শৰ্মা (২৫) এবং ধনজিৎ শৰ্মা (৩৫) বলে শনাক্ত করা হয়েছে।
জানা গেছে, এএস ০১ এফএইচ ৮৫৩৫ নম্বরের একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে টিহুর একটি জলাশয়ে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা ছুটে গিয়ে জলাশয় থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতর থেকে রাজীব শৰ্মা এবং ধনজিৎ শৰ্মাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালের ডাক্তার দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।