নয়াদিল্লি,১১ জুন (হি. স.): সোমবার সম্পন্ন হয়েছে নরেন্দ্র মোদী সরকারের দফতর বন্টনের কাজ। পূর্ণমন্ত্রী থেকে প্রতিমন্ত্রী সকলেই বুঝে নিয়েছেন নিজ দফতরের দায়িত্ব। মঙ্গলবার সকাল থেকেই অধিকাংশ মন্ত্রীরাই তাদের মন্ত্রকের কাজে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাজে যোগ দিয়েছেন শিবরাজ সিংহ চৌহানও।
মঙ্গলবার নিজ দফতরের দায়িত্ব নেওয়ার পর শিবরাজ সিং চৌহান জানান, গ্রামোন্নয়ন হলো প্রধানমন্ত্রী মোদীর অগ্রাধিকার, ইতিমধ্যেই এই বিষয়ে অনেকগুলি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ১০ বছরে গ্রাম সংস্কার সংক্রান্ত একাধিক উন্নয়নমূলক কর্মসূচি করেছেন প্রধানমন্ত্রী মোদী। গ্রামোন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়ন আমাদের সরকারের মিশন। নারীদের জন্য একাধিক প্রকল্প আনা হয়েছে।

