নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাড়িতে ঢুকে গেল ট্রিপার গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন:
অল্পতে রক্ষা পেল গোটা পরিবার। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রিপার গাড়ি রাস্তার পাশের বাড়িতে ঢুকে গেল। যদিও ঘটনায় কেউ আহত হননি।

ঘটনার বিবরণে জানা যায়, বনমালীপুর বিকে রোড স্থিত এলাকায় নিবিড় দেবের বাড়ি। উনার বাড়ির সামনে গাড়ি রাখা ছিল গেটের ভেতরে। রবিবার ভোরবেলা একটি ট্রিপার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। যার ফলে বাড়ির গেট এবং ভেতরে রাখা গাড়ি তছনছ হয়ে যায়।

এই ঘটনায় নিবিড় দেব জানিয়েছেন প্রায় ১০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে ওনার। ওই গাড়ির চালক মতামত ছিল বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের। যার ফলে এ ধরনের ঘটনা ঘটেছে। গাড়িটিকে আটক করে পুলিশে খবর দিয়েছে পরিবারের সদস্যরা। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।