নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): এনডিএ-বিজেপি সরকারের নীতিতে বিশ্বাসী নয় জনগণ। এই অভিমত পোষণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা চন্ডীগড়ের কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারি। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি এসেছেন মনীশ তিওয়ারি। শনিবার সকালে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আগামীকাল যে সরকার গঠিত হতে চলেছে, তা দু”টি বিষয়ের ওপর দাঁড়িয়ে আছে। সেই বিষয়গুলি কতটা শক্তিশালী এবং নমনীয় তা সময়ই বলে দেবে। কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট – এনডিএ-বিজেপি সরকারের কাছে ভারতের জনগণের বার্তা হল, জনগণ তাঁদের জনবিরোধী নীতি পছন্দ করে না।”
2024-06-08