মুম্বাই, ২৩ আগস্ট (হি.স.) : রবতারের শুটিং সেটে আহত হয়েছেন সুশান্ত সিং রাজপুত| শেষ দিনের শুটিং চলাকালীন আহত হন তিনি| ছবির স্টান্ট দৃশ্যের শুটিং করতে গিয়েই সুশান্তের ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়|
সুশান্ত জানিয়েছেন, পিচ্ছিল স্থানের মধ্যে শুটিং চলছিল| তাই শুট করার সময় তাঁর পা পিছলে যায়| যার জন্য লিগামেন্ট ছিঁড়ে যায় সুশান্তের| তিনি জানিয়েছেন, দৃশ্যটির জন্য বহুবার প্র্যাক্টিস করেছেন তিনি| এছাড়া, স্টান্টের দৃশ্যে শুট করার জন্য কোনও সমস্যা হয় না তাঁর| কিন্তু, সেই দিন সেটে পিছল থাকার জন্যই এই দুর্ঘটনাটি ঘটে| তবে আঘাত পেয়েও কথা মতো দৃশ্যের শুটিং যে তাঁরা সঠিকভাবে শেষ করতে পেরেছেন সেটাই সুশান্তের কাছে অনেক বড় ব্যপার| লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার জন্য এক মাস দৌড়াদৌড়ি ও ভারী কোনও কাজ করতে ডাক্তার বারণ করেছেন সুশান্তকে| রবতার পরিচালনা করেছেন দীনেশ বিজন| ছবিতে সুশান্তের বিপরীতে অভিনয় করবেন কৃতি স্যানন|