পাটনা, ২৮ মে (হি.স.): আগামী ৪ জুন ইন্ডি জোটের সরকার গঠন হবে দেশে। মঙ্গলবার এমনই দাবি করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। একইসঙ্গে কটাক্ষ করে লালু বলেছেন, মোদীর এবার বিদায়ের পালা। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে লালুপ্রসাদ যাদব বলেছেন, “আমরা শীঘ্রই ফলাফল জানতে পারব। প্রধানমন্ত্রী মোদী এবার বিদায় নেবেন।”
লালুপ্রসাদ যাদব এদিন প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী বলছেন, তিনি জৈবিক নন, তিনি একজন ‘অবতার’।” লালুকে প্রশ্ন করা হয় ৪ জুন ভোটের ফল ঘোষণার দিন কী হবে, উত্তরে আরজেডি প্রধান বলেন, “আমাদের সরকার ৪ জুন গঠিত হবে।”