বিদ্যুৎ পরিষেবার দাবিতে কল্যাণপুরে পথ অবরোধ

কল্যাণপুর, ২৭ মে: রেমাল এর প্রভাবে কল্যানপুরে বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটে। তাতে ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। অবশেষে বাধ্য দুই জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন কল্যানপুরের এলাকাবাসী। খবর পেয়ে আজ সকালে তেলিয়ামুড়া থেকে ছুটে গিয়েছেন ডেপুটি জেনারেল ম্যানেজার কমল কৃষ্ণ দাস। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিদ্যুৎ ও পানীয় জলের দাবি রবিবার রাতে তোতাবাড়ী এলাকার লোকজন কল্যাণপুর বিদ্যুৎ নিগম অফিসে বিক্ষোভ দেখায়। অন্য দিকে একই থানার গৌরাঙ্গটিলা এলাকার জনগণ রাতে খোয়াই তেলিয়ামুড়া সড়ক অবরোধ করেন। দুটো জায়গাতেই ছুটে যায় কল্যাণপুর থানার পুলিশ। পুলিশ আশ্বাসে গৌরাঙ্গটিলা এলাকার পথ অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিদ্যুৎ দফতরের আধিকারিকরা। কর্মীরা আশ্বস্ত করেছেন অতিসত্বর বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হবে। কারণ, ঘূর্ণিঝড়ে পরিমান গাছ পড়েছে বিদ্যুৎ পরিবাহী লাইনে এবং এতো পরিমান খুটি ভেঙেছে যে রবিবার দিন ভর নিগমের কর্মীরা নিজেরা এবং ঠিকেদারি সংস্থা মিলেও মূল ৩৩ কেভির লাইন দুটোরই ফল্ট সারাই করতে পারে নি। এই দুটো মূল লাইন দিয়েই কল্যাণপুরে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *