ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী নৌকাডুবি, মৃত ১০, নিখেঁাজ ৫

জাকার্তা, ২১ আগস্ট (হি.স.) : ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় দশজনের মৃতু্য হয়েছে| এই ঘটনায় Boat Indonasiaদুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে| এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে পাঁচজন|
রবিবার ঘটনাটি ঘটে বলে দেশের নৌবাহিনীর মুখপাত্র অ্যাডমিরাল ইদি সুজিপ্ত জানিয়েছেন| তিনি জানান, রিয়াউ প্রদেশের তাঞ্জাং পিনাং বন্দর থেকে নৌকাটি ১৭ জন যাত্রী নিয়ে রওনা হয়| গন্তব্যে পৌঁছানোর আগেই দুর্ঘটনার কবলে পড়ে|
খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনার ঘটে বলে মনে করা হচ্ছে| নৌ-বাহিনীর নেতৃত্বে নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে বলেও জানান ইদি সুজিপ্ত|