গুয়াহাটি, ২১ মে (হি.স.) : ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) ইন্দোরে অ্যাস্ট্রোনমিতে টপার স্থান দখল করেছেন অসম-কন্যা কৃশাঙ্গি কাশ্যপ। কৃশাঙ্গি মূলত অসমের বরপেটা জেলার বাসিন্দা।
কৃশাঙ্গি কাশ্যপ জ্যোতির্বিদ্যা, জ্যোতির্পদার্থবিদ্যা এবং মহাকাশ প্রকৌশলে স্নাতকোত্তর পরীক্ষায় ৯.৪৫ নম্বরের চিত্তাকর্ষক স্কোর নিয়ে লোভনীয় আইআইটি টপার পুরস্কার অর্জন করেছেন।
কৃশাঙ্গির অ্যাকাডেমিক যাত্রা তাঁর উৎসর্গীকরণ এবং উজ্জ্বলতার প্রমাণ। ২০২২ সালে আইআইটি ইন্দোরে স্নাতকোত্তর অধ্যয়ন শুরু করার আগে তিনি অসমের পাঠশালায় অবস্থিত ভট্টদেব বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় ডিস্টিংশন নম্বর পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছিলেন। সেদিন কৃশাঙ্গি জানিয়েছিলেন, তাঁর লক্ষ্য একজন মহাকাশ বিজ্ঞানী হওয়া। তাঁর স্বপ্ন আজ ক্রমাগত বাস্তবে পরিণত হচ্ছে।
প্রসঙ্গত, চলতি বছর ২০২৪ সালের প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে নাসা আয়োজিত ৫৫-তম লুনার অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স (চন্দ্র ও গ্রহ বিজ্ঞান) সম্মেলনে (এলপিএসসি ৫৫) ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন কৃশাঙ্গি কাশ্যপ। তাঁর ব্যতিক্রমী গবেষণাকে প্রশংসা করেছিলেন নাসা কর্তৃপক্ষ।
তাঁর গবেষণার বিষয়, ‘সারফেস অ্যান্ড সাবসারফেস রেগোলিথ ক্যারেক্টারাইজেশন অব লুনার সাউথ পোল ইউজিং চন্দ্ৰযান-২ ডুয়াল-ফ্রিকোয়েন্সি সিন্থেটিক অ্যাপারচার রাডার (ডিএফএসএআর)’।
আজ মঙ্গলবার কৃশাঙ্গি কাশ্যপের বাবা হিতেশ শর্মা তাঁর মেয়ের এই উল্লেখযোগ্য সাফল্যের খবর দিয়েছেন। তিনি জানান, মেয়ে কৃশাঙ্গি চন্দ্রপৃষ্ঠে জলের অবস্থান নিয়ে গবেষণা করে মহাকাশ বিজ্ঞানে তাঁর অবদানকে আরও মজবুত করছেন।
একটি বিনয়ী পটভূমি থেকে আন্তর্জাতিক স্তরে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য কৃশাঙ্গি কাশ্যপ অসমবাসীর কাছে অপরিসীম গর্ব, এ খবর শুনে বলেছেন ভট্টদেব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকা এবং বিশিষ্ট শিক্ষানুরাগীরা। তাঁরা বলেছেন, কৃশাঙ্গির এই সফল যাত্রা বহুজনকে অনুপ্রাণিত করবে।