ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সিঙ্গাপুরে ঐতিহাসিক সাফল্যের নজির গড়েছেন ত্রিপুরার সাঁতারু বিনীত, সমীর। সোমবার দিল্লিতে ফিরলেন রাজ্যের দুই প্যারা সুইমার বিনীত রায় ও সমীর বর্মণ। সঙ্গে ছিলেন তাদের কোচ দীপক দাস। দিল্লিতে পৌঁছবার পর বিমানের মধ্যেই এয়ার ইন্ডিয়ার তরফে সমীর ও বিনীতকে সংবর্ধনা দেওয়া হলো উষ্ণ অভিনন্দন।পাইলট সহ প্রত্যেকেই অভিবাদন জানালেন ত্রিপুরা রাজ্যের এই দুই প্যারা সুইমারকে। সেখান থেকে তালকোটরা সুইমিং পুলে বিনীত, সমীর সহ কোচ দীপক দাসকে সাইয়ের তরফে মধ্যাহ্ন ভোজনে আপ্যায়িত করানো হয়। এতে তালকোটরা সুইমিং পুলের আধিকারিক সহ উপস্থিত ছিলেন প্রত্যেকেই। বিনীত ও সমীর রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করেছে আন্তর্জাতিক এই আসরে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই প্যারা সিটি সুইমিং চ্যাম্পিয়নশিপে প্রথম বার অংশগ্রহণ করেই বিনীত অর্জন করলো ব্রোঞ্জ মেডেল। একই সাথে সমীরের পারফরম্যান্সও নজর কারলো ২১ টি দেশের সাঁতারু সহ প্রতিনিধিদের। কোচ দীপক দাস খুবই খুশি তাদের এই পারফরম্যান্স নিয়ে। স্বপ্ন ছিল বিনীত ও সমীর দুজনেরই, আন্তর্জাতিক আসরে তারা নিজেদের দক্ষতার পরিচয় দেবেন। বাস্তবে তা করে দেখালেন দুজনেই। রাজ্যের গর্ব এই দুই প্যারা সুইমার বিনীত ও সমীর। খুব শীঘ্রই তারা আগরতলায় ফিরে আসছে বলে সংবাদ সূত্রে খবর রয়েছে।