নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ২০ মে: রাস্তা পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে পথ অবরোধ করল লংতলাইভ্যালী মহকুমার মনকুমারী এলাকার জনগণ। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে লংতরাইভ্যালি মহাকুমার ছামনু বিধানসভার আনন্দ রোয়াজা পাড়া, বানচন্দ্র, হারিয়ামনি, ম্যাজিস্ট্রেট পাড়া সহ মোট নয়টি গ্রামের মানুষ রাস্তা, পানীয় জল এবং বিদ্যুতের সমস্যায় জর্জরিত।
দীর্ঘদিন ধরে এই নয়টি গ্রামের প্রায় এক হাজার ২৮৫ পরিবার দুর্ভোগ পোহাচ্ছে। বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও কাজের কাজ কিছু না হয় শেষ পর্যন্ত রাস্তা অবরোধের শামিল হন এলাকাবাসীরা। এদিকে রাস্তা অবরোধের ফলে মনু – ছা মনু সহ বনকুমারি থেকে মানিকপুর যাওয়ার রাস্তা বন্ধ হয়ে পড়ে। বেশ কিছু সময় বন্ধ ছিল যান চলাচল। ঘটনার খবর পেয়ে প্রশাসনিক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে অবরোধ তোলার জন্য বলেন। কিন্তু দীর্ঘ চার ঘন্টা ধরে অবরোধকারীরা অবরোধস্থল মুক্ত করেনি। যার ফলে যানজট চরম আকার ধারণ করে। শেষ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পেয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে রাস্তা অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসীরা। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি গুলি পূরণ না হলে পুনরায় রাস্তা অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা।