আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে আরও একটি নজির কোহলির

বেঙ্গালুরু, ১৯ মে (হি. স.):আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমে ২৯ বলে ৪৭ রান করে আরও একটি নজির গড়ে ফেললেন বিরাট কোহলি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অর্ধ শতরান হাতছাড়া হলেও প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।নজিরটি হল-
প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে একটি মাঠে ৩০০০ রান পূর্ণ করার নজির করলেন কোহলি। এই নজির স্পর্শ করতে কোহলিকে খেলতে হল ৮৯টি ম্যাচ। বেঙ্গালুরুতে শনিবার পর্যন্ত তাঁর রান হল ৩০০৫। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। তিনি মুম্বইয়ে ৮০টি ম্যাচ খেলে করেছেন ২২৯৫ রান। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন এবি ডিভিলিয়ার্স। তিনি বেঙ্গালুরুতে ৬১টি ম্যাচ খেলে করেছেন ১৯৬০ রান। চতুর্থ স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। তিনি হায়দরাবাদের হয়ে ৩২টি ম্যাচ খেলে করেছেন ১৬২৩ রান। তালিকায় পঞ্চম নাম ক্রিস গেল। বেঙ্গালুরুতে ৪৫টি ম্যাচ খেলে করেছেন ১৫৬১ রান।
হিন্দুস্থান সমাচার /শান্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *